প্রতিটি ভ্রমণ হোক নিরাপদ এবং আনন্দদায়ক



#প্রতিটি_ভ্রমণ_হোক_নিরাপদ_এবং_আনন্দদায়ক:

বাইকে চাবি দেওয়ার আগে সাইড স্টান তুলুন এবং হেলমেট পড়ুন। 

বাইকের সাথে হেলমেট ঝুলিয়ে হেলমেটে এবং বাইকে ক্রাচ না ফেলে হেলমেট মাথায় পড়ুন।

সেফটি গিয়ার তো অবশ্যই পরবেন; কারণ আপনার পরিবার যে আপনাকে অনেক বেশিই ভালোবাসে।

ওভার স্পিড ও রেস করার তো প্রশ্নই উঠে না; কারণ আপনার ভালোবাসার মানুষগুলো আপনার ফেরার অপেক্ষায় আছে।

হর্ন এবং ইন্ডিকেটর তো অবশ্যই ব্যাবহার করবেন; না হলে যে অন্য যানবাহন আপনার ভালোবাসার বাইককে আঘাত করবে।

ক্লাচ না চেপে শুধু ব্রেক লিভার চেপে ব্রেক ধরবেন; তা না হলে যে আপনার ভালোবাসার বাইকের টায়ার স্কিড করতে পারে।

শখের বাইকটি রোদে রাখবেন না; রাখলে যে আপনার ভালোবাসার বাইকটির রং নষ্ট হয়ে যাবে।

ভালোবাসার বাইকটি অবশ্যই বাসায় কাপড় দিয়ে ঢেকে রাখবেন; নইলে যে খাদক বিরালগুলো আপনার পছন্দের বাইকের ছিট আঁচড় দিয়ে নষ্ট করে দিবে।

বাসার বাহিরে এবং রাতে বাসায় আপনার শখের বাইকটি অবশ্যই হাইড্রোলিক এবং ঘাড় লক করে রাখবেন; না হলে যে বাজে চোরগুলো আপনার ভালোবাসার বাইকটি চুরি করে বেপরোয়া এক বাইকারের হাতে তুলে দিবে। এতে আপনার যত্ন করা বাইকটি দুই দিনই নষ্ট করে ফেলবে।

জানিনা কোন উছিলায় কার মৃত্যু লেখা আছে; কিন্তু বাইক যেনো কোনো বাইকারের মৃত্যুর কারণ না হয়। 

গ্রুপের কোনো পোস্টে বাজে কমেন্ট এবং কাওকে ট্রল করবেন না; কারণ পোস্টদাতা সহ গ্রুপের সবাই আপনাকে অনেক বেশিই ভালোবাসে এবং শ্রদ্ধা করে।

ধুলাবালি থেকে কাপড় রক্ষা করতে উইন্ড ব্রেকার ব্যবহার করুন।
Joypurhat Dream Riders (JDR)



Comments